বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

বন্যার প্রভাব কাঁচাবাজারে !

নিউজ ডেস্ক:

দেশের বিভিন্ন জেলায় বন্যার কারণে ক্রমেই বেড়ে চলছে বিভিন্ন সবজির দাম। ৫ থেকে ৭ টাকা করে বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে প্রায় সকল ধরনের সবজি।

শুক্রবার রাজধানীর নিউমার্কেট, জিগাতলা, হাতিরপুলসহ কয়েকটি বাজারঘুরে এমন তথ্যই জানা গেছে।

দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, বন্যার কারণে দেশের অনেক এলাকা এখনো পানির নিচে। এতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তাই সবজির সরবারাহ কমে যাওয়ার কারণেই দিন দিন বৃদ্ধি পাচ্ছে সবজির দাম।

গত সপ্তাহে তুলনায় প্রতি কেজি বেগুণ ১০ টাকা বেড়ে বিক্রি হয়েছে ৭০ থেকে ৭৫ টাকায়, শসা ৭০ টাকা। ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিচ ৫০ টাকা বিক্রি হচ্ছে।

করলা কেজি প্রতি ৮০ টাকা, ঢেঁড়স ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়, শিম ১২০ টাকা, ঝিঙা ৭৫ টাকা, পোটল ৮০ টাকা, পেঁপে ৪০ থেকে ৫০ টাকা, কচুর লতি ১০ টাকা বেড়ে ৭০ টাকা, টমেটো ১৩০-১৪৫ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজির দাম ১৮০ থেকে ২০০ টাকা, লাউ প্রতি পিচ ৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতিটি ৮০ টাকা, গাজর প্রতি কেজি ৭৫, কাঁকরোল প্রতি কেজি ৭০ টাকা, পুঁইশাক প্রতি আটি ২০ টাকা, লালশাক ১০ টাকা ও লেবুর হালি বিক্রি হচ্ছে ৪০ টাকায়।

এ ছাড়া বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হচ্ছে ১০৬ টাকা এবং খোলা সয়াবিন তেল কেজি প্রতি ৯৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে পেঁয়াজের দাম কিছুটা কমেছে। রাজধানীর অধিকাংশ বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৫৫ থেকে ৬৫ টাকায়।

এদিকে আগের দামেই বিক্রি হচ্ছে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৫৫ টাকায়, দেশি মুরগি ৩০০ থেকে ৪০০ টাকা পিস। লেয়ার মুরগি ২৪০ টাকা ও পাকিস্তানি লাল মুরগি আকার ভেদে ২০০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular