নিউজ ডেস্ক:
বাংলাদেশে বন্যাদুর্গতদের সহায়তার লক্ষ্যে তহবিল সংগ্রহ করতে টরন্টোর জালালাবাদ অ্যাসোসিয়শন রবিবার বিকেলে বারবিকিউ’র আয়োজন করে।
টরন্টোর বাঙালিপাড়া হিসেবে পরিচিত ডেনফোর্থের নিশিথা ফার্ম ফ্রেশ সংলগ্ন চত্বরে এই বার বি কিউতে প্রবাসী বাংলাদেশিরা বিপুল আগ্রহ নিয়ে অংশ গ্রহণ করেন। বিকেল থেকে রাত পর্যন্ত এই বারবিকিউ আয়োজন চলে।
জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত দে তমাল এবং সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী রনি’র তত্ত্বাবধানে এই বারবিকিউ আয়োজনে অংশ গ্রহণকারীরা বাংলাদেশের বন্যার্তদের জন্য অনুদান দেন। এই সময় অন্যান্য কমিউনিটির সদস্যরাও আগ্রহ নিয়ে বার বি কিউস্থলে আসেন এবং অনুষ্ঠানে অংশ নেন।
এই প্রসঙ্গে জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত দে তমাল বলেন, বারবিকিউর মাধ্যমে সংগৃহীত অর্থ বাংলাদেশে বন্যার্তদের সহযোগিতার জন্য পাঠানো হবে।
তিনি আরও বলেন, কোনো বিশেষ অঞ্চল বা এলাকা নয়, পুরো বাংলাদেশকে বিবেচনায় রেখেই আমরা এই তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছি।
অ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত দে তমাল বারবিকিউতে অংশ নিয়ে বাংলাদেশের জন্য অনুদান দেওয়ায় প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ধন্যবাদ জানান।