বন্যাকবলিত এলাকায় সব স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) এ কথা জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বন্যাকবলিত এলাকায় পর্যাপ্ত পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং হাসপাতালগুলোতে জরুরি মেডিকেল টিমসহ পর্যাপ্ত ওরস্যালাইন, কলেরা স্যালাইন এবং এ্যান্টি-ভেনামসহ অন্যান্য জরুরি ঔষধ মজুত আছে।
মন্ত্রণালয় থেকে আরও বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরে বন্যাবিষয়ক কন্ট্রোল রুম খোলা হয়েছে (মোবাইল নং ০১৭৫৯১১৪৪৮৮)।
এর মাধ্যমে দেশের সব স্বাস্থ্য স্থাপনা সার্বক্ষণিক সংযুক্ত আছে।