বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

বড়পর্দায় আবার আসছে ‘লয়লা-মজনু’, দেখুন ট্রেলার !

নিউজ ডেস্ক:

বলিউডে এই ছবিটি নিয়ে চর্চা বেশ অনেকদিন ধরেই কারণ এই ছবির সঙ্গে জড়িয়ে রয়েছে বেশ কয়েকটি বড় ব্যানার। প্রথমত ছবির প্রযোজক একতা কপূরের বালাজি মোশন পিকচার্স। দ্বিতীয়ত, এই ছবির প্রেজেন্টার হলেন পরিচালক-প্রযোজক ইমতিয়াজ আলি। 

ছবির নায়ক-নায়িকার ভূমিকায় রয়েছেন অবিনাশ তিওয়ারি ও তৃপ্তি দিম্রি। এই কিংবদন্তি গল্পটিকে ফেলা হয়েছে বর্তমান কাশ্মীরের প্রেক্ষাপটে। বহু যুগ পুরনো প্রেমের গল্পের সঙ্গে মিশেছে সাম্প্রতিক রাজনৈতিক সমীকরণ। এ ছবির একটি বড় পাওনা কাশ্মীর।

ভূস্বর্গের বিভিন্ন পরিচিত এবং ভার্জিন লোকেশনে শ্যুট করা হয়েছে এই ছবি। পরিচালক সাজিদ আলি নিজেই এই ছবির চিত্রনাট্যকার। আগামী মাসে, ৭ সেপ্টেম্বর এই ছবি মুক্তি পেতে চলেছে সারা দেশে। ইউটিউবে ছবির ট্রেলার মুক্তি পেয়েছে গতকাল। উচ্ছ্বসিত একতা কপূর ছবির ট্রেলার লঞ্চের সুখবর জানিয়েছেন টুইট করে।

 

Similar Articles

Advertismentspot_img

Most Popular