বজ্রপাতে সিলেটের জৈন্তাপুরে দুজন ও সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে একজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
সিলেটের জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বজ্রপাতে দুইজন নিহতের তথ্য নিশ্চিত করেন।
মারা যাওয়া ব্যক্তিরা সদর ইউনিয়নের আগফৌদ ও ভিত্রিখেল এলাকার বাসিন্দা বলে তিনি জানান।
তারা হলেন, জৈন্তাপুর ইউনিয়নের আগফৌদ গ্রামের নূরুল হকের ছেলে নাহিদ আহমদ (১৩) ও একই ইউনিয়নের ভিত্রিখেল ববরবন্দ গ্রামের কালা মিয়ার ছেলে আব্দুল মান্নান মনই (৪৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে হঠাৎ ঝড়বৃষ্টির বজ্রপাত শুরু হয়। এসময় জৈন্তাপুর উপজেলার সদর ইউনিয়নের আগফৌদ ও ভিত্রিখেল এলাকায় পৃথক বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। আরও বেশ কিছু এলাকায় বজ্রপাতের খবর পাওয়া গেলেও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
ওসি তাজুল ইসলাম জানান, বজ্রপাতে মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে।
এদিকে একই সময়ে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বজ্রপাতে দ্বীন ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) উপজেলার চরপারা গ্রামে এ ঘটনা ঘটে।
একজন মৃত্যুর তথ্য নিশ্চিত করেন বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলম।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে উপজেলায় হঠাৎ ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রপাত শুরু হয়। তখন বাড়ির পাশের জমি থেকে লাকড়ি আনতে গিয়ে বজ্রপাতে দ্বীন ইসলাম আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাদাঘাট বাজারে পল্লি চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।