বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

বছর শেষে ম্যানচেস্টার ইউনাইটেডের হোঁচট !

নিউজ ডেস্ক:

চলতি বছরের শেষটা ভালো হল না ম্যানচেস্টার ইউনাইটেডের। শনিবার ইংলিশ প্রিমিয়র লিগে সাউথ্যাম্পটনের বিরুদ্ধে ড্র করে পয়েন্ট খোয়াল হোসে মরিনোর দল।

ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের শুরু থেকে সাউথ্যাম্পটনের রক্ষণে চাপ ধরে রাখলেও গোলের দেখা পায়নি ম্যান ইউ। নবম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়ার আগে লুকাকুর হেড পোস্টের ওপর দিয়ে উড়ে যায়। ২৮তম মিনিটে স্পেনের ফরোয়ার্ড মাতার শট আটকে দেন ম্যাকার্থি। এরপর মিখিতারিয়ানের ক্রস থেকে লিনগার্ডের হেড লক্ষ্যভ্রষ্ট হলে ম্যান ইউ সমর্থকদের হতাশা আরও বাড়ে।

দ্বিতীয়ার্ধেও গোলের দেখা পায়নি ম্যান ইউ৷ মাতা-পগবারা দলকে কাঙ্ক্ষিত গোল এনে দিতে পারেননি। শেষ দিকে পগবা তড়িৎ টোকায় বল জালে পাঠালেও অফ-সাইডের কারণে গোল হয়নি। শেষ পর্যন্ত ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

এ নিয়ে পঞ্চম ম্যাচ ড্র করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ২১ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মরিনোর দল। ২০ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে সাউথ্যাম্পটন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular