নিউজ ডেস্ক:
প্রত্যেক বছর অন্তত পাঁচ হাজার নারীকে খুন করা হয় পাকিস্তানে। বেশিরভাগ ক্ষেত্রেই তারা অনার কিলিং (সম্মান রক্ষার জন্য হত্যা) এর শিকার হন। ভারতীয় সংবাদমাধ্যম কলকাতা টুয়েন্টিফোর বুধবার এ খবর প্রকাশ করেছে।
সারওয়ার বারি নামে এক মানবাধিকার কর্মীর উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, পাকিস্তানে প্রতি বছর গড়ে পাঁচ হাজার নারী খুন হন। একই কারণে ছেলেদের খুন হওয়ার সংখ্যা এক হাজার ৪৪২। প্রাথমিকভাবে এই খুনের কারণ সন্ত্রাসবাদ। তবে নারীদের বেশিরভাগ ক্ষেত্রেই সামাজিক কারণে খুন করা হয়।
ওই মানবাধিকার কর্মী আরও বলেন, পাকিস্তানের রাজনৈতিক নেতারা কখনও ধর্মীয় নেতাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান না। গত বছর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে নারীদের নিরাপত্তায় বিশেষ বিল পাস হয়, কিন্তু সেই বিল গ্রহণ করেনি পাকিস্তানের কেন্দ্রীয় সরকার।