বঙ্গমাতা চিত্তের বিত্তে ঐশ্বর্যশালী ছিলেন: বেগম মতিয়া চৌধুরী !

0
22

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব চিত্তের বিত্তে ঐশ্বর্যশালী হয়ে উঠেছিলেন বলেই বঙ্গবন্ধুর ছায়াসঙ্গী হিসেবে উজ্জ্বল ভূমিকা পালন করতে পেরেছিলেন।

গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমী মিলনায়তনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সংগঠনের সভাপতি সাফিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যা অধ্যাপিকা সুলতানা শফি, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদিকা ফজিলাতুন্নেছা ইন্দিরা, শিক্ষা বিষয়ক সম্পাদিকা শামসুন নাহার চাপা, ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী ও কার্য নির্বাহী সংসদের সদস্য ড. মেরিনা জাহান কবিতা।

অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা মাহমুদা বেগম ক্রীক।