শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫
শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫

বঙ্গবন্ধু সম্মেলনকেন্দ্রে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন খালেদা জিয়া !

নিউজ ডেস্ক:

আসন্ন ঈদুল ফিতরের দিন আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে বেলা ১২ থেকে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন বিএনপিনেত্রী খালেদা জিয়া।

এ ব্যাপারে বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, ঐদিন বেলা ১২টায় প্রথমে ঢাকায় নিয়োজিত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বেগম জিয়া। এরপর ১২টা ৪৫ মিনিট থেকে পর্যায়ক্রমে বিশিষ্ট নাগরিকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

জানা গেছে, শুভেচ্ছা বিনিময় শেষে জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপিনেত্রী খালেদা জিয়া। স্বামীর মাজার জিয়ারত শেষে যাবেন বনানী কবরস্থানে। সেখানে তিনি তার ছোট ছেলে আরাফার রহমান কোকোর কবর জিয়ারত করবেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular