1. [email protected] : amzad khan : amzad khan
  2. [email protected] : NilKontho : Anis Khan
  3. [email protected] : Nil Kontho : Nil Kontho
  4. [email protected] : Nilkontho : rahul raj
  5. [email protected] : NilKontho-news :
  6. [email protected] : M D samad : M D samad
  7. [email protected] : NilKontho : shamim islam
  8. [email protected] : Nil Kontho : Nil Kontho
  9. [email protected] : user 2024 : user 2024
  10. [email protected] : Hossin vi : Hossin vi
বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ডিসি ড. কিসিঞ্জার চাকমা | Nilkontho
২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | শুক্রবার | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
হোম জাতীয় রাজনীতি অর্থনীতি জেলার খবর আন্তর্জাতিক আইন ও অপরাধ খেলাধুলা বিনোদন স্বাস্থ্য তথ্য ও প্রযুক্তি লাইফষ্টাইল জানা অজানা শিক্ষা ইসলাম
শিরোনাম :
মাদারীপুরে ২ গ্রুপের সংঘর্ষ চলছে, ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা নববর্ষ উদযাপনে ৭ বছরে বায়ুদূষণ বেড়েছে ১৯ শতাংশ উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: পররাষ্ট্র উপদেষ্টা মোজাম্বিকে নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত ২১ কোথায় চলবে আগুনে ক্ষতিগ্রস্ত ৫ মন্ত্রণালয়ের কাজ? সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে: প্রধান উপদেষ্টা গাইবান্ধায় সড়ক অবরোধ করে ব্যবসায়ী হত্যার বিচার দাবি সচিবালয়ে পুড়ে যাওয়া মৃত কুকুর ফরেনসিকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বাশার আল-আসাদের স্ত্রী অবৈধ বিদেশিদের সময় বেঁধে দিলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমার একজন কর্মী মারা গেলো, এর ব্যর্থতা আমার: স্বরাষ্ট্র উপদেষ্টা পূর্বাচলে হাসিনা পরিবারের প্লট নিয়ে দুদকের অনুসন্ধান শুরু কচুয়ায় বিলের মাঝে আজো দাড়িঁয়ে আছে অর্ধশতাব্দী বটগাছ কালাইয়ে উপজেলা আইন- শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। শেরপুরে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় ট্রেনে কেটে এক যুবকের মৃত্যু হয়েছে। সচিবালয়ে আগুন : পুড়েছে গুরুত্বপূর্ণ নথিপত্র উত্তরবঙ্গের মৌচাষীদের জন্য চালু হচ্ছে মধু প্রসেসিং প্ল্যান্ট ভারতে অবৈধ বসবাস, মহারাষ্ট্র থেকে ১৭ বাংলাদেশি গ্রেফতার

বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ডিসি ড. কিসিঞ্জার চাকমা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪

জমকালো আয়োজনের মধ্যদিয়ে চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় চুয়াডাঙ্গা সরকারি কলেজ ও নিগার সিদ্দিক কলেজ মুন্সিগঞ্জ। চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের মাঠে অনুষ্ঠিত এ গ্র্যান্ড ফাইনালে ২-১ গোলে চুয়াডাঙ্গা সরকারি কলেজ মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চুয়াডাঙ্গা সরকারি কলেজের পক্ষে সৌরভ ও আসিফ আহমেদ অন্তর একটি করে গোল করেন।

খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে ট্রফি ও প্রাইজমানি বিতরণ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফায়জুর রহমান পিপিএম (সেবা)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ।

এছাড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার আরডিসি শেখ মো. রাসেল, এনডিসি সাইফুল ইসলাম সাইফ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান, নাইমা জাহান সুমাইয়াসহ শিক্ষনবিশ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন নিগার সিদ্দিক কলেজের ১৪ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সনজিত সরকার, সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করেন ডা. আফসার উদ্দিন কলেজের ১২ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নাহিদ হাসান এবং ম্যান অব দ্য ফাইনালের পুরস্কার লাভ করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের ৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আসিফ আহমেদ অন্তর।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, মাদক মুক্ত ও সামাজিক অবক্ষয় মুক্ত সমাজ গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এই টুর্নামেন্টে এ বছর ১১টি কলেজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। কমপক্ষে এই কলেজগুলোর ১১ গুণন ১১ = ১২১ জন যুবক খেলোয়াড় খেলায় অংশগ্রহণ করছে। এ খেলোয়াড়দের সাথে অতিরিক্ত খেলোয়াড়সহ কলেজের অনেক শিক্ষার্থী এই খেলা মাঠে বসে উপভোগ করছে। যে সময়টুকু তারা মাঠে বসে এই নির্মল আনন্দ উপভোগ করেছে, সেই সময়টুকু থেকে অন্তত তারা সমাজের যেকোনো খারাপ কাজ থেকে বিরত ছিল। তাই লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করলে মাথায় খারাপ চিন্তা আসে না। আর খারাপ চিন্তা না আসলে মনন ও মেধা খাটিয়ে দেশের জন্য ভালো কিছু করা সম্ভব।

অনুষ্ঠানের বিশেষ অতিথি চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান বলেন, ফুটবল পৃথিবীর সবচাইতে জনপ্রিয় খেলা। তাই ভালো ফুটবল খেলা যেখানে অনুষ্ঠিত হয়, সেখানে দর্শক সমাগম ঘটে। আর এ খেলায় ভালো খেলতে হলে নিয়মিত চর্চা করতে হয়। আর এই আয়োজনটি যখন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে হয়, তখন এর উপকারিতা হয় চতুর্মুখী। কারণ নিয়মিত খেলাধুলা ও শরীর চর্চা শারীরিক-মানসিক বিকাশ ঘটায়। তাই লেখাপড়ার একঘেয়েমিতা রোধ করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ ধরনের টুর্নামেন্টের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে একদিকে যেমন দেশের ফুটবল অঙ্গনকে সমৃদ্ধ করছেন, তেমনি যুব সমাজকে নানা রকম অসৎ সঙ্গ থেকে বিরত রাখার চেষ্টা করছেন।

আলোচনা অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন চুয়াডাঙ্গার সরকারি কলেজের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও ২৫ হাজার টাকার প্রাইজমানি তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ। রানার্সআপ নিগার সিদ্দিক কলেজ মুন্সিগঞ্জের খেলোয়ারদের হাতে তুলে দেয়া হয় রানার্সআপ ট্রফি ও ১৫ হাজার টাকার প্রাইজমানি।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিগার সিদ্দিক কলেজের অধ্যক্ষ আবু নাসির, কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আরশাদ উদ্দিন চন্দন, চুয়াডাঙ্গা জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সেলিনা খাতুন, চুয়াডাঙ্গা ডিএফএ’র সহসভাপতি সাবেক কৃতী ফুটবলার রেজাউল হক জোয়ার্দ্দার রেজা, ডিএফএ’র কোষাধ্যক্ষ নাসির আহাদ জোয়ার্দ্দার, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মহসিন রেজা, শফিকুল ইসলাম মালেক, রাশেদুল ইসলাম, রোকনুজ্জামান, সাবেক কৃতী ফুটবলার মিজানুর রহমান মানিক, নাজমুল হক শান্তি, আইয়ুব হোসেন, শহীদ হোসেন গুরখা, শহিদুল কদর জোয়ার্দ্দার, জেলা ফুটবল দলের সাবেক দলনায়ক সোহেল রানাসহ সাবেক, বর্তমান ও এ প্রজন্মের ফুটবল খেলোয়াড়গণ।

অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি পরিচালনা করেন শফিকুন্নবী রিয়ান লিটা হোসেন, হাফিজুর রহমান হাফিজ ও পারভেজ। ব্যাস কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন রেজাউল হক জোয়ার্দ্দার রেজা। চ্যাম্পিয়ন চুয়াডাঙ্গা সরকারি কলেজের ম্যানেজারের দায়িত্ব পালন করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক আবু ইয়াজিদ ও কোচের দায়িত্ব পালন করেন সুমন। এছাড়া খেলার মাঠে উপস্থিত হয়ে চুয়াডাঙ্গার সরকারি কলেজের খেলোয়াড়দের উৎসাহিত করেন কলেজের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক রকিবুল ইসলাম শাহীন, মেঘনাথ রায় ও প্রভাষক আতাউল হক রাসেল।

এই পোস্ট শেয়ার করুন:

এই বিভাগের আরো খবর

নামাযের সময়

সেহরির শেষ সময় - ভোর ৫:২৩
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১৮
  • ১২:০৮
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪৭
  • ৬:৪৪

বিগত মাসের খবরগুলি

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১