ফ্রি ০১৭১১ সিরিজ ৪জি সিম !

0
71

নিউজ ডেস্ক:

২৩ মে ২০১৮ থেকে শুরু করে অফারটি চলবে ২ মাসের জন্য।

এই ক্যাম্পেইনের আওতায় জিপি অনলাইন শপ থেকে প্রতিটি  ৯০০০ টাকা অথবা তথোর্ধ দামের হ্যান্ডসেট ক্রয়ে একটি করে ০১৭১১ সিরিজের 4G সিম বিনামূল্যে পাওয়া যাবে।

যেকোনো গ্রাহক ই এই ক্যাম্পেইন এর আওতাধীন।

অনলাইন শপ এ অর্ডার করার সময় গ্রাহকগণ সরাসরি ০১৭১১ সিরিজ এর 4G SIM পছন্দ করার সুযোগ পাবেন।

ঢাকা শহরের মধ্যে সিম হ্যান্ডসেট একসাথে  সরবরাহ করা হবে আর বায়োমেট্রিক পদ্ধতিতে SIM নিবন্ধন ডেলিভারি স্থানেই করা হবে ।

ঢাকার বাইরে হ্যান্ডসেট টি ডেলিভারি স্থানেই পৌঁছে দেয়া হবে এবং ফ্রি ০১৭১১ সিরিজের SIM গ্রাহক তার পছন্দসই গ্রামীনফোন সেন্টার থেকে নেয়ার জন্য নিম্নোক্ত তথ্যাদি নিয়ে যোগাযোগ করবেন।

  • 1 কপি, পাসপোর্ট সাইজ ছবি।
  • এবং আপনার ন্যাশনাল আইডি কার্ড (দু ‘ দিকেরই) ফটোকপি।
  • GP Online Shop থেকে ক্রয় এর চালান কপি।