ফ্রান্সে সংস্কৃতি কর্মী মুহিতের মৃত্যুতে কমিউনিটি পাড়ায় শোকের ছায়া !

0
53

নিউজ ডেস্ক:

ফ্রান্সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সংস্কৃতি কর্মী মুহিত আহমেদ। তার মৃত্যুতে ফ্রান্স প্রবাসী বাঙালি কমিউনিটি পাড়ায় নেমে এসেছে শোকের ছায়া।
মুহিত চিত্রশিল্পী, আবৃত্তিকার, কবি, সংগঠক এবং উপস্থাপক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউট থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

সোমবার স্হানীয় সময় রাত ৮টা ৪৮ মিনিটে প্যারিসের জর্জ পম্পেদু হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তার জানাজা আগামী শুক্রবার বাংলাদেশ জামে মসজিদ ওভারভিলিয়েতে অনুষ্ঠিত হবে। শনিবার তার মরদেহ দেশে পাঠানো হবে।

মুহিতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর এবং হেড অব চ্যান্সেরি হযরত খান, আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্যা,প্যারিস বাংলা প্রেসক্লাব সভাপতি এনায়েত হোসেন সোহেল,ইপিবিএ ফ্রান্স শাখার সভাপতি ফারুক খাঁন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম, বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ) সভাপতি এমডি নুর, ফ্রঁসে আভেক রাব্বানী স্কুলের প্রতিষ্ঠা রাব্বানী খানসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, আঞ্চলিক ও রাজনৈতিক দলের নেতারা।