বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

ফেসবুক মেসেঞ্জারে ইনস্ট্যান্ট গেমস !

নিউজ ডেস্ক:

এখন ফেসবুক ওপেন করা মানেই রোজ নিত্য নতুন কোন ফিচার। সম্প্রতি এমনই এক নতুন ফিচারের কথা ফেসবুকের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। এখন থেকে মেসেঞ্জারে ইনস্ট্যান্ট গেমস খেলা যাবে।

গোটা পৃথিবীজুড়ে ১.২ বিলিয়ন ইউজার এই পরিসেবা পাবে। গত মাসে ফেসবুকের ডেভেলপারদের এফ-৮ কনফারেন্সে এ কথা জানানো হয়। আগামী কয়েক সপ্তাহর মধ্যেই অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে পৌঁছে যাবে ইনস্ট্যান্ট গেমস।

মেসেঞ্জারে গেমসের জন্য যে ফিচার অ্যাড হবে তা দারুণ আপডেটেড থাকবে। ইনস্ট্যান্ট গেমসে থাকবে টার্ন-বেজড গেমপ্লে, লিডারবোর্ড এবং টুর্নামেন্ট। এটা কন্ট্রোল করবে গেম বোটস। এই রোবট ইউজারদের পছন্দের গেম বেছে নিতে সাহায্য করবে। প্রতিযোগিতার যেকোনো আপডেটের ইনফরমেশন দেবে।

এই ফিচারের সুবিধা পেতে প্রথমবারের মতো ‘জিনগাস ওয়ার্ল্ডস উইথ ফ্রেন্ডস’ দেওয়া হবে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পরীক্ষামূলকভাবে সমৃদ্ধ ফিচার ও টার্ন-বেজড গেমটি মেসেঞ্জারে দেওয়া হয়েছে। ফেসবুক আরো জানায়, গেমের সর্বোচ্চ কোয়্যালিটি পেতে দেখতে হবে আপনি কোন ধরনের স্মার্টফোন ব্যবহার করছেন। যত ভালো ফোন, তত বেশি মজা। আশা করা হচ্ছে এটাকেই বিশ্বের সেরা গেমের মাধ্যেমে পরিণত করা হবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular