বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ফেসবুক খোলা রাখার পক্ষে : BTRC

নিউজ ডেস্ক:

প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং অর্থনৈতিক দিক বিবেচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ না করার পক্ষে মতামত দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। শিক্ষার্থীদের ক্ষতি এড়াতে মধ্যরাতে ফেসবুক বন্ধের উদ্যোগের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রশ্নের উত্তরে একথা জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

সোমবার (০৩ এপ্রিল) টেলিযোগাযোগ বিভাগের সচিবের কাছে পাঠানো চিঠিতে বিটিআরসি বলেছে, কারিগরি দিক থেকে কেবলমাত্র ছাত্রছাত্রীদের জন্য ফেসবুক বন্ধ করা সম্ভব নয়, কারণ ফেসবুক অ্যাকাউন্টে বয়স নিশ্চিত করার কোনো কার্যকরী ব্যবস্থা এখন পর্য‌ন্ত নেই। এছাড়া ফেসবুক বন্ধ করা হলেও প্রক্সি সার্ভার দিয়ে চালানোর সুযোগ থাকার বিষয়টি উল্লেখ করে বিটিআরসি বলছে, ফেসবুক বন্ধ করা হলেও ইন্টারনেটের অন্যসব যোগাযোগ মাধ্যমেও একই কাজ চালিয়ে যাওয়া সম্ভব।

ফেসবুকের মাধ্যমে অর্থনৈতিক বিষয়টি গুরুত্ব দিয়ে বিটিআরসি আরও জানায়, বাংলাদেশ থেকে ইউরোপ-আমেরিকায় যোগাযোগের জন্য রাতের সময়টি বেশি ব্যবহার হয়। ফেসবুক শুধু একটি সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবেই ব্যবহৃত হচ্ছে না, সাধারণ জনগণ বিশেষ করে নারীরা অনলাইনে ব্যবসা করে অর্থ উপাজন করছে।

তবে, ফেসবুক বন্ধের বিকল্প হিসেবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে কয়েক দফা সুপারিশসহ মতামত দিয়েছে বিটিআরসি। যেখানে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শিক্ষার্থীদের যোগাযোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে অভিভাবকদের মাধ্যমে পেরেন্টাল কন্ট্রোল ও বিভিন্ন নিরাপত্তা এবং প্রাইভেসি ফিচার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকদের মাধ্যমে অল্প বয়সীদের জন্য বয়সভিত্তিক আলাদা অ্যাকাউন্ট খোলা, ফেসবুকসহ ইন্টারনেট অপব্যবহার রোধে সুষ্ঠু ও ইতিবাচক ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে শিক্ষা প্রতিষ্ঠান এবং গণমাধ্যমে সচেতনতা বৃদ্ধির পদক্ষেপ গ্রহণ, ফেসবুক-মোবাইল ও ইন্টারনেটের ইতিবাচক ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকদের নিবিড় প্রেরণা এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছে বিটিআরসি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular