নিউজ ডেস্ক:
কাইপ বা হ্যাংআউটে কলিং সুবিধা হয়তো শুরু হয়েছিল ব্যক্তিগত যোগাযোগের কথা মাথায় রেখেই কিন্তু এখন পেশাগত জীবনেরও অংশ হয়ে গেছে এই প্রযুক্তি। অন্য শহরে বসে থাকা ক্লায়েন্টের সঙ্গে বা কোম্পানিরই অন্য অফিসের সহকর্মীদের সঙ্গে সহজেই মিটিং সেরে নেওয়া যায় স্কাইপে বা হ্যাংআউটে। ল্যাপটপ বা ডেস্কটপ না থাকলেও চলবে, মোবাইল থেকেই পাওয়া যায় এই সুবিধা। কিন্তু এখনও বহু মানুষ ডেস্কটপ নির্ভর। তাই তাদের জন্য নতুন ডেস্কটপ গ্রুপ অডিও কলিং ফিচার আনতে চলেছে ফেসবুক।
অনেকেই কাজের মধ্যেও ফেসবুক খুলে রাখেন কিন্তু যখনই কোনও কনফারেন্সিং করতে হয়, তখনই হয় ফেসবুক ছেড়ে স্কাইপ বা হ্যাংআউটের শরণাপন্ন হতে হয় তাদের। যাতে ফেসবুকে লগ ইন থাকা অবস্থাতেই গ্রুপ কলিং করা যায়, তারই ব্যবস্থা করছে এই সামাজিক যোগাযোগমাধ্যমটি।
এটা শুধুমাত্র ডেস্কটপের জন্যই করা হচ্ছে। কারণ মোবাইল থেকে যারা ফেসবুক ব্যবহার করেন তারা মেসেঞ্জারেই এই সুবিধাটি পাবেন। তবে ডেস্কটপে গ্রুপ কলিং-এর সুযোগ এখন পর্যন্ত কয়েকজন ফেসবুক ব্যবহারকারীকে দেওয়া হচ্ছে।