বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ফের ৩টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার !

নিউজ ডেস্ক:

দক্ষিণ কোরিয়া ও মার্কিন সেনা যখন যৌথ সামরিক মহড়া চলাকালীন সময়ের মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। রবিবার সকালে স্বল্প পাল্লার তিনটি পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে কিম জং উন।

এই খবর নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের দুই দেশের সেনারা।

মার্কিন সেনা সূত্রে খবর, উত্তর কোরিয়ার গ্যাংওয়ান প্রদেশ থেকে ছোড়া হয়েছে ওই ক্ষেপণাস্ত্রগুলি। তিনটি ক্ষেপণাস্ত্রের মধ্যে দুটি ২৫০ কিলোমিটার পাড়ি দিয়ে জাপান সাগরে গিয়ে পড়েছে। আর একটি ছোড়ার কিছুক্ষণের মধ্যেই সাগরে পড়েছে।

মার্কিন সেনা সূত্র আরও জানিয়েছে, রবিবারের ছোড়া ওই ক্ষেপণাস্ত্র গুয়ামের জন্য বিপজ্জনক নয়। অপরদিকে জাপানও জানিয়েছে, উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র তাদের জাপানের মূল ভূখণ্ড এবং বিশেষ অর্থনৈতিক এলাকায় পৌঁছায়নি। ফলে নিরাপত্তা নিয়ে আশঙ্কার কোনও কারণ নেই।

Similar Articles

Advertismentspot_img

Most Popular