ফের লিসবনের কাউন্সিলর বাংলাদেশের রানা তাসলিম উদ্দিন !

0
47

নিউজ ডেস্ক:

পর্তুগালের বর্তমান প্রধানমন্ত্রী ড. আন্তোনিও কস্তার বিশেষ আস্থাভাজন বাংলাদেশি রানা তাসলিম উদ্দিন। দেশটির সিটি কাউন্সিল নির্বাচনে ক্ষমতাসীন দল স্যোশালিস্ট পার্টির প্রতিনিধি হিসেবে লিসবন সান্তা মারিয়া মাইওরের কাউন্সিলর ফের নির্বাচিত হয়েছেন তিনি।

চার বছর আগে ২০১৩ সালে প্রথমবারের মতো সিটি কাউন্সিলর নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন ইউরোপের ৩০টি দেশের বাংলাদেশীদের শীর্ষ কমিউনিটি সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা)’র ভাইস প্রেসিডেন্ট রানা তাসলিম উদ্দিন।

১৯৯০ সাল থেকে লিসবনে বসবাস করছেন বাংলাদেশের গৌরব রানা তাসলিম। মূল ধারার রাজনীতিতে বহু বছর ধরে আছেন। রবিবারের ঐতিহাসিক বিজয়ের পর তিনি বলেন, বাংলাদেশের লাল-সবুজ পতাকাকে ইউরোপিয়ান রাজনীতিতে প্রকাশ করার মানসে এই প্রচেষ্টা।

লিসবনে পূর্ণাঙ্গ বাংলাদেশ দূতাবাস প্রতিষ্ঠা এবং বায়ান্ন’র ভাষা শহীদদের স্মরণে স্থায়ী শহীদ মিনার নির্মাণের নেপথ্যে রানা তাসলিমের অবদান সর্বাগ্রে। সর্বোপরি খেটে খাওয়া প্রবাসীদের কল্যাণে এবং কমিউনিটি ডেভেলপমেন্টে বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা)’র প্রতিষ্ঠাকালীন সময়ে ২০১২ সালে গ্রিসের রাজধানী এথেন্সে অনুষ্ঠিত আয়েবা ১ম গ্র্যান্ড কনভেনশনে পর্তুগালকে নেতৃত্ব দেন তিনি। ভাইস প্রেসিডেন্ট রানা তাসলিমের তদারকিতেই ২০১৫ সালে লিসবনে আয়োজন করা হয় আয়েবা ২য় গ্র্যান্ড কনভেনশন। ২০১৬ সালে আয়েবার ব্যবস্থাপনায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ‘প্রবাসী বিশ্ব সম্মেলন’ ১ম বাংলাদেশ গ্লোবাল সামিটে রানা তাসলিমের নেতৃত্ব প্রশংসিত হয়।