ফের রিমান্ডে আত্মসমর্পণকারী ২ নারী জঙ্গি!

0
35

নিউজ ডেস্ক:

রাজধানীর পূর্ব আশকোনায় জঙ্গিবিরোধী অভিযানের ঘটনায় দায়ের করা মামলায় আত্মসমর্পণকারী দুই নারীর ফের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।গতকাল শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত সিকদারের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা হলো, জঙ্গিবিরোধী অভিযানে নিহত জাহিদুল ইসলামের স্ত্রী জেবুন্নাহার ওরফে শীলা ও পলাতক জঙ্গি নেতা মুসার স্ত্রী উম্মে আয়েশা ওরফে তৃষা মনি।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক সায়েদুর রহমান সাতদিন রিমান্ড শেষে দুই আসামিকে আদালতে হাজির করে ফের দশদিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত  ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।