এ চুক্তির ফলে ক্রীড়াবিদদের মধ্যে আয়ের দিক থেকে রোনালদো আরও এগিয়ে গেলেন। তিনি বিশ্বের ১২ জন ক্রীড়াবিদের একজন, যারা বছরে ১০০ মিলিয়ন ডলারের বেশি আয় করেন। তার মোট বার্ষিক আয়—বেতন, পুরস্কার এবং বিজ্ঞাপন চুক্তি মিলিয়ে—২৬০ মিলিয়ন ডলার। এই আয়ে তিনি এনবিএ তারকা স্টিফেন কারি (১৫৩.৮ মিলিয়ন ডলার) এবং সাবেক হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন টাইসন ফিউরি (১৪৭ মিলিয়ন ডলার)-এর চেয়ে অনেক এগিয়ে।
ফুটবল মাঠে রোনালদোর শীর্ষ প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি এই তালিকায় আছেন চতুর্থ স্থানে। তবে আয়ের হিসেবে রয়েছেন বেশ পিছিয়ে। মেসির মোট বার্ষিক আয় ১৩৫ মিলিয়ন ডলার। শীর্ষ দশে থাকা অন্যান্য ফুটবলারদের মধ্যে রয়েছেন নেইমার, করিম বেনজেমা এবং কিলিয়ান এমবাপ্পে।
এই সপ্তাহে এক আল নাসর কর্মকর্তা এএফপিকে নিশ্চিত করেছেন যে, রোনালদো এবং ক্লাবের মধ্যে নতুন এক বছরের চুক্তির বিষয়ে মৌখিকভাবে সম্মতি হয়েছে। ‘দুই পক্ষ রোনালদোর চুক্তি নবায়নের ব্যাপারে একমত হয়েছে, তবে এখনো আনুষ্ঠানিক স্বাক্ষর হয়নি। আগামী কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসবে,’ বলেন ওই কর্মকর্তা।