নিউজ ডেস্ক:
নতুন করে জার্মানি, পোল্যান্ড এবং অস্ট্রিয়ায় মাথা তুলে দাড়াচ্ছে হিটলার–পন্থীরা। এমন তথ্য এই তিন দেশের গোয়েন্দাদের কাছে ছিল। এবার আরও নড়েচড়ে বসলেন তারা। কারণ অস্ট্রিয়ার শহর ব্রাউনাউ–তে ১৮৮৯ সালে যে বাড়িটায় জন্মেছিলেন হিটলার, সেই বাড়ির সামনে থেকে এক যুবককে গ্রেফতার করল অস্ট্রিয়ার পুলিশ। আর তারপরেই বেড়িয়ে আসলো চমকপ্রদ এক তথ্য।
জানা গেছে, আটক সেই যুবককের সাজপোশাক একেবারে হিটলারের মতোই। সেই বাটারফ্লাই গোঁফ, সেই সামরিক পোশাক এবং সেই একইভাবে আঁচড়ানো চুল। সেই যুবকের নাম হ্যারল্ড হেরঞ্জ। তবে কী কারণে হ্যারল্ড হিটলারের মতো সেজে ঘুরে বেড়াচ্ছিল, তার কোনও সদুত্তর সে দিতে পারেনি।
এদিকে হিটলারের নাম করা বা তার মতো সাজা অস্ট্রিয়ায় নিষিদ্ধ। এতে নাৎজি উন্মাদনাকে উস্কে দেওয়া হয় বলে বিশ্বাস করে অস্ট্রিয়া সরকার।
বর্তমানে হিটলারের জন্ম নেওয়া সেই বাড়ির মালিক এবং সরকারের মধ্যে আইনি লড়াই চলছে। কারণ পরিত্যক্ত বাড়িটিতে নব্য নাৎজিদের আনাগোনা এবং গোপন বৈঠক হচ্ছে বলে অস্ট্রিয়া পুলিসের গোয়েন্দা বিভাগের কাছে তথ্য রয়েছে।