বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ফের বান্টির সঙ্গে প্রেমের সম্পর্কে সোনাক্ষী!

নিউজ ডেস্ক:

সোনাক্ষী সিনহা, জনপ্রিয় বলিউড অভিনেত্রী। বান্টি সাচদেবের সঙ্গে তার প্রেমের গুঞ্জন নতুন নয়।
সম্পর্কের ইতি টেনেছেন এ জুটি এমন গুজব ও শোনা গেছে। তবে আবারো তারা প্রেমের সম্পর্কে ফিরছেন বলে জানা গেছে।

যদিও সোনাক্ষী এখন তার অভিনয় ক্যারিয়ার নিয়ে বেশি মনোযোগী। কিন্তু তার ঘনিষ্ঠজনরা এমনকি বান্টির বোনও চাইছেন সব ভুলে আবারো এ জুটি তাদের সম্পর্কে ফিরে আসুক। সোনাক্ষী ও বান্টির ঘনিষ্ঠ বন্ধুরা এ জুটিকে এক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এর আগে সোনাক্ষী বলেছিলেন, ‘ব্যক্তিগত জীবনের জন্য আমার কোনো সময় নেই। আমি অনেক কাজ এবং ভালো সিনেমা করতে চাই। আমার সম্পূর্ণ ধ্যানধারণা এখন সিনেমার কাজ নিয়ে। ’

প্রসঙ্গত, সোনাক্ষী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ইত্তেফাক।
এতে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। এটি পরিচালনা করেছেন অভয় চোপড়া এবং প্রযোজনা করেছে রেড চিলিস এন্টারটেইনমেন্ট, ধর্ম প্রোডাকশন এবং বিআর ফিল্মস। ৩ নভেম্বর মুক্তি পায় সিনেমাটি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular