বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ফের বড় পর্দায় ফিরছে অভিষেক-ঐশ্বরিয়া জুটি !

নিউজ ডেস্ক:

ফের বড় পর্দায় জুটি বাঁধতে পারেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। সংবাদ মাধ্যম পিটিআইকে এ ব্যাপারে জানিয়েছেন অভিষেক বচ্চন। তিনি জানিয়েছেন, ছবিটি নিয়ে অনুরাগ কাশ্যপের সঙ্গে তাদের কথা চলছে। ছবির নাম ‘গুলাব জামুন’।

তবে অভিষেক জানিয়ে দিয়েছেন, ছবিটি অনুরাগ পরিচালনা করবেন না। তিনি প্রযোজনা করবেন। তবে এখনই এ ব্যাপারে পাকাপাকিভাবে কিছু বলতে চাইছেন না তিনি। পুরো ব্যাপারাটিই এখনও আলোচনার বাকি আছে জানিয়ে অভিষেক বলেন, ‘‘আমরা এখনই কিছু ঘোষণা করছি না। আমার সব সময়ই এটা মনে হয় যে, ছবির প্রযোজকেরই এ ব্যাপারে ঘোষণা করা উচিত। ’’

নতুন ছবি নিয়ে কথা বলার পাশাপাশি অভিষেক তাঁর প্রথম ছবি ‘রিফিউজি’-এর পরিচালক জেপি দত্তের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, ‘‘ বর্ডার ছবির পরে তিনি রিফিউজি-এর জন্য আমাকে প্রস্তাব দেন। আজ আমি একজন অভিনেতা হতে পেরেছি তার জন্যই। আমি তার কাছে কৃতজ্ঞ। ’’

ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চন একসঙ্গে অনেকগুলি ছবিতেই কাজ করেছেন। ‘ঢাই আকসার প্রেম কা’, ‘কুছ না কহো’, ‘উমরাও জান’ ও ‘গুরু’ ছবিতে বিয়ের আগে তাদের একসঙ্গে দেখা গিয়েছিল। বিয়ের পরে তারা দুটি ছবি করেছেন। ‘সরকাররাজ’ এবং ‘রাবণ’। এ ছাড়াও ‘ধুম টু’ ছবিতে তারা অভিনয় করেছিলেন। তবে সেখানে তারা একে অপরের জুটি হিসেবে ছিলেন না।   এখন দেখার বিষয় হল, অনুরাগের সম্ভাব্য নতুন ছবির মধ্যে দিয়ে এই তারকা দম্পতি নতুন করে বলিউডে ঝড় তুলতে পারেন কি না।

Similar Articles

Advertismentspot_img

Most Popular