ফের পেছালো রিজার্ভ চুরির মামলায় প্রতিবেদন দাখিলের সময়!

0
45

নিউজ ডেস্ক:

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনার মামলায় সিআইডি পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল না করায় আগামী ১৭ জানুয়ারী পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।

আজ রোববার ঢাকার মহানগর ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান নতুন এ তারিখ ধার্য করেন।

বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ডলার হ্যাকিংয়ের মাধ্যমে হারানোর খবরটি গত ফেব্রুয়ারি মাসের শুরুতে টের পেলেও সম্প্রতি তা প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। ওই অর্থের মধ্যে ফিলিপিন্সে যাওয়া বড় অংশ পাচার হয়ে যাওয়ার পর দেশটির একটি সংবাদপত্রে খবর ছাপালে তাতে ওই অর্থ বাংলাদেশ ব্যাংকের ছিল বলে প্রকাশ পায়।

এরপর নানামুখী আলোচনার মধ্যে চাপে থাকা গভর্নর গত ১৫ মার্চ সকালে পদত্যাগ করার পর বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টিং অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে মতিঝিল থানায় এই মামলা করেন।

মুদ্রা পাচার প্রতিরোধ আইন ও তথ্যপ্রযুক্তি আইনে করা এই মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।