বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ফের জুটি বাঁধছেন অনিল-ঐশ্বরিয়া ?

নিউজ ডেস্ক:

শেষবার বড়পর্দায় করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ দেখা গিয়েছিল ঐশ্বরিয়া রাই বচ্চনকে। এরপর বিভিন্ন চিত্রনাট্য পড়েছেন নায়িকা। কিন্তু পছন্দ মতো চরিত্র পাননি। রাকেশ ওমপ্রকাশ মেহরার পরের ছবি ‘ফ্যানি খান’-এ অভিনয় করবেন বচ্চন বধূ। গত বছর শিরোনামে এসেছিল ছবিটি। অনিল কাপুর শেয়ার করেছিলেন ছবিটির ফার্স্ট লুক। রাকেশের প্রযোজনায় ছবিটি পরিচালনা করবেন অতুল মাঞ্জরেকর। এটি তার ডেবিউ ছবি। এ বছরের শেষের দিকে শুটিং শুরু হবে বলে জানা গেছে।

যদিও ঐশ্বরিয়া নিজে এখনও এ ছবিতে অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেননি। রাকেশের পক্ষ থেকেও অফিশিয়ালি কিছু জানানো হয়নি। ‘মেরে পেয়ারে প্রাইম মিনিস্টার’ ছবি নিয়ে আপাতত ব্যস্ত রয়েছেন রাকেশ। তা শেষ করার পরই নতুন ছবি শুরু করবেন। দিন কয়েক আগে কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে ঐশ্বরিয়া জানিয়েছিলেন, দু’টি চিত্রনাট্য তার পছন্দ হয়েছে। তার মধ্যে একটি ‘ফ্যানি খান’ বলে জানিয়েছেন নায়িকার এক ঘনিষ্ঠ সূত্র। যদি তা সত্যি হয়, সে ক্ষেত্রে ‘হাম আপকে দিল ম্যায় রহতে হ্যায়’-এরপর ফের অনিল কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন ঐশ্বরিয়া- এমনটি মনে করা হচ্ছে।

সূত্র: আনন্দবাজার।

Similar Articles

Advertismentspot_img

Most Popular