বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ফের জমজ সন্তানের মা হলেন সেলিনা, কিন্তু…

নিউজ ডেস্ক:

ফের মা হলেন অভিনেত্রী সেলিনা জেটলি। তবে দুর্ভাগ্যজনক ভাবে, এবার মা হওয়ার অনুভূতি সেলিনার কাছে খুব একটা সুখকর হল না।
আনন্দের মধ্যেও রইল দুঃখের ছায়া। এবারও জমজ পুত্র সন্তানের জন্মদিলেও, হার্টের গুরুতর সমস্যা থাকায় মৃত্যু হয় এক সন্তানের।

মৃত সেই সন্তানের নাম রাখা হয়েছিল শামসের জেটলি হাগ। গত ১০ সেপ্টেম্বর দুবাইয়ের এক হাসপাতালে জন্ম হয় সেলিনার দ্বিতীয় দুই জমজ সন্তানের। তবে শামসেরকে বাঁচানো ‌যায়নি। সুস্থ রয়েছে সেলিনার আরেক সন্তান আর্থার জেটলি হাগ।

গতকাল এই খবর নিজেই তার সোশ্যাল সাইটে শেয়ার করেন সেলিনা জেটলি। তিনি লেখেন, ঈশ্বর আমাকে দ্বিতীয়বারের জন্য জমজ সন্তানের মা হওয়ার সু‌যোগ দিলেও সেই ‌যাত্রা খুব একটা সুখের হল না। তবে সেলিনা জানান, শামসেরকে না বাঁচানো গেলেও সে আর্থারের মধ্যে দিয়েই আমার কাছে বেঁচে থাকবে।

গত দু’মাস ধরেই খারাপ সময়ের মধ্যেই কাটছে জেটলি পরিবারের। দু’মাস আগেই তার বাবাকেও হারিয়েছেন সেলিনা। এবার হারাতে হল ছেলে শামসেরকেও। প্রসঙ্গত, সেলিনা জেটলি ও তার স্বামী পিটার হাগের আগেই ৫ বছরের জমজ সন্তান রয়েছে। ‌যাদের নাম উইনস্টোন ও ভিরাজ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular