বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ফের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে উত্তর কোরিয়া !

নিউজ ডেস্ক:

আন্তর্জাতিক মহলে নিন্দা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক উত্তেজনা থাকা সত্ত্বেও ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। সপ্তাহ, মাস ও বাৎসরিক ভিত্তিতে আরও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হবে।

দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী হান সং রিয়ল এ ঘোষণা দিয়েছেন।

বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়, তাহলে সর্বাত্মক যুদ্ধ বেধে যাবে। উত্তর কোরিয়া তার নিজস্ব ধরন ও পদ্ধতিতে পরমাণু অস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়া দেখাবে। ‘

এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স রবিবার দক্ষিণ কোরিয়া সফরে যান। সিউলে তিনি যুক্তরাষ্ট্রকে পরীক্ষা না করতে উত্তর কোরিয়াকে সতর্ক করে বলেন, উত্তর কোরিয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কৌশলগত ধৈর্যের যুগ শেষ। যুক্তরাষ্ট্র আর কোনো ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক পরীক্ষা সহ্য করবে না।

কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনার মধ্যে গত শনিবার পিয়ংইয়ং ব্যাপক সমরাস্ত্রের প্রদর্শনী করে। পরদিন তারা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। তবে এই পরীক্ষা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া।

Similar Articles

Advertismentspot_img

Most Popular