নিউজ ডেস্ক:
হাজার কোটি পেরিয়েছে বাহুবলী ২ : দ্য কনক্লিউশন। ভারতের সিনেমা জগতে এখন যে নাম দুটি সবথেকে বেশি চর্চিত সেটি হল প্রভাস আর অনুষ্কা শেট্টি। বাহুবলী ছবিটির মতই অমরেন্দ্র বাহুবলী ও দেবাসেনার জুটিও মানুষের মনে দাগ কেটেছে। দর্শকদের কথা মাথায় রেখেই আবারও এক পর্দায় দেখা যাবে প্রভাস ও অনুষ্কাকে।
অনুষ্কা বর্তমানে ‘ভাগমতি’ নামে একটি ছবির কাজ নিয়ে ব্যস্ত। অনুষ্কা ও প্রভাসের জুটিকে মানুষ এত পছন্দ করায়, ছবির নির্মাতারা ভাবছেন এই ছবিতেই ক্যামিও রোলে নেবেন প্রভাসকে।
ভাগমতি ছবিটি অগাস্ট মাসে মুক্তি পাবে বলে জানা গিয়েছে। ছবিটিতে অনুষ্কা ও প্রভাসকে ছাড়াও দেখা যাবে উন্নি মুকুন্দন, আধি পিনিসেট্টি, এবং আশা সারাথ।