নিউজ ডেস্ক:
ফের উত্তপ্ত হয়ে উঠছে রুশ-ইউক্রেন সীমান্ত। বিশাল ট্যাংক বহর নিয়ে রণ প্রস্তুতি নিচ্ছে দুপক্ষই৷ সীমান্তে পরস্পরের দিকে মোতায়েন করেছে ট্যাংক বাহিনীও। ফলে পূর্ব ইউক্রেন ও রাশিয়ার অধীনস্থ ক্রিমিয়া অঞ্চলে দেখা দিয়েছে প্রবল উত্তেজনা৷ সীমান্তের দুই পারে সেনা বাহিনী ভারী অস্ত্র নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে রয়টার্স৷
এর আগে চলতি সপ্তাহে পূর্ব ইউক্রেনের একটি অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। রুশ-ইউক্রেন সীমান্ত থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে অবস্থান ছিল এই অস্ত্রাগারের৷
আর এ বিস্ফোরণের পিছনে রাশিয়ার মদদ রয়েছে বলে দাবি করেছে ইউক্রেন৷ এই এলাকায় রুশ সমর্থিত ক্রিমিয়ার বিদ্রোহী নাশকতার চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করে আসছে কিয়েভ৷ যদিও বরাবরের মতোই এ অভিযোগ অস্বীকার করে আসছে মস্কো।
উল্লেখ্য, ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে এক গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে অন্তর্ভূক্ত হয় ক্রিমিয়া। ওই গণভোট ও বিদ্রোহকে ঘিরে পূর্ব ইউক্রেন উত্তপ্ত৷ যার রেশ ছড়িয়েছে দুই দেশের সীমান্তে৷ সোভিয়েত জমানাতে ইউক্রেন সমগ্র রাশিয়ার অংশ ছিল৷ সোভিয়েত ভেঙে যেতেই ইউক্রেন বিচ্ছিন্ন হয়৷ সীমান্ত সংলগ্ন ক্রিমিয়ার মতো অঞ্চল ঘিরে জটিল হয়েছিল পরিস্থিতি৷