বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ফের আইনি লড়াইয়ে হেরে গেলেন ট্রাম্প !

নিউজ ডেস্ক:

আবারো আইনি লড়াইয়ে পরাজিত হয়েছে ছয়টি মুসলিম প্রধান দেশের নাগরিকদের ওপর ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা।

এই নিষেধাজ্ঞা বাতিল করে আপিল আদালতের রায়ে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ মার্কিন অভিবাসন আইন লঙ্ঘন করে। তবে যুক্তরাষ্ট্রে প্রবেশে ইচ্ছুক ব্যক্তিদের ওপর সূক্ষ্ম যাচাই বাছাইয়ের ক্ষমতা বহাল রাখা হয়েছে।

প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন ক্ষমতায় যাওয়ার একশো দিনের মধ্যে তিনি কি কি করবেন। তার একটি ছিল অভিবাসনের ওপরে কঠোর অবস্থান। আর তারই জের ধরে জানুয়ারিতে ক্ষমতা নেয়ার পরপরই ডোনাল্ড ট্রাম্প যেসব নির্বাহী আদেশ সই করেন তার একটি হলো ছয়টি মুসলিম দেশের নাগরিকদের ওপর ৯০ দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা।

এদিকে, প্রেসিডেন্টের এই প্রচেষ্টায় ইতিমধ্যেই বেশ কবার বাধা দিয়েছেন মার্কিন বেশ কজন বিচারক। সেই ধারাবাহিকতায় আরো একবার ট্রাম্পের আইনি পরাজয় হলো। তবে শেষ পর্যন্ত এ লড়াই সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াবে বলেই ধারণা করছেন অনেকে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular