বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

ফের অশান্তি বচ্চন পরিবারে !

নিউজ ডেস্ক:

আবারও অশান্তি অভিষেক-ঐশ্বর্যর সংসারে! তবে এবার রণবীর কাপুরের মতো তৃতীয় কোনো ব্যক্তি নয়। কিংবা শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনের মনোমালিন্য নয়। এবার অশান্তির কারণ অভিষেক ও ঐশ্বরিয়ার সন্তান আরাধ্যা।

সূত্রের দাবি, অভিষেক চান মেয়ে সিনেমায় কাজ করুক, কিন্তু জুনিয়র বচ্চনের এই সিদ্ধান্তেই ঘোরতর আপত্তি মা ঐশ্বরিয়ার। একটি ওয়েব পোর্টালে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, অভিষেক চাই, ছোট বয়স থেকেই শিশু শিল্পী হিসেবে কাজ শুরু করুক আরাধ্যা। কারণ, তিনি মনে করেন, এখন থেকে কাজ শুরু করলে, সময়মতো একজন দক্ষ শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করবে মেয়ে। কিন্তু স্বামীর এই সিদ্ধান্তের সঙ্গে মোটেই সহমত নন অ্যাশ। তিনি মনে করেন এত ছোট বয়সে গ্ল্যামার দুনিয়ার সংস্পর্শে আসা মোটেই ঠিক হবে না। এরপর জুনিয়র বচ্চন সিদ্ধান্ত নেন, আরাধ্যা তাই করবে, যেটা তার ইচ্ছে হবে।

এরপর অভিষেক জানান, শৈশবে তাকে তার জীবনের সিদ্ধান্ত নিতে স্বাধীনতা দিয়েছিলেন তার বাবা-মা। এবার তিনিও তার সন্তানকে সেই সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা দিতে চান বলে জানিয়েছেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular