শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি বেড়েছে !

নিউজ ডেস্ক:

চলতি বছরের জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ১৬ শতাংশ।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতির হার জাতীয় পর্যায়ে, সাধারণ পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে হয়েছে ৫ দশমিক ৩১ শতাংশ; জানুয়ারিতে যার পরিমাণ ছিল ৫ দশমিক ১৫ শতাংশ। অর্থাৎ এ সময় মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ১৬ শতাংশ।

পরিকল্পনামন্ত্রী জানান, মূল্যস্ফীতির হ্রাস-বৃদ্ধির পর্যালোচনা করে দেখা গেছে, চাল, মাছ, মাংস, শাক-সবজি, ভোজ্য তেল ও অন্যান্য খাদ্যসামগ্রীর মূল্যবৃদ্ধির কারণে এই মূল্যস্ফীতি বেড়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular