এ মাসের প্রথমার্ধে দেশের উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, নদী অববাহিকায় মাঝারি/ঘন কুয়াশা এবং অন্যান্য স্থানে হালকা/মাঝারি কুয়াশা পড়তে পারে।
বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে, ফেব্রুয়ারির শেষার্ধে দেশের কিছু স্থানে এক থেকে দুইদিন বজ্রবৃষ্টি, শিলাসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম জানিয়েছেন, ফেব্রুয়ারি মাসে সারা দেশে স্বাভাবিক সর্বোচ্চ গড় তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, তবে এবারের ফেব্রুয়ারিতে তাপমাত্রা এরচেয়ে বেশি থাকতে পারে। জানুয়ারির তুলনায় শীত কম অনুভূত হবে। সকালবেলা কিছুটা ঠান্ডা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাবে।
ফেব্রুয়ারিতে দেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে যথাক্রমে ০.৪ ডিগ্রি ও ১.১ ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা রয়েছে এবং সারা দেশে গড় তাপমাত্রা ০.৭ ডিগ্রি বেশি থাকতে পারে।