ফেনীতে বাসচাপায় স্কুলশিক্ষক নিহত

0
54

নিউজ ডেস্ক:

ফেনী সদর উপজেলার লালপোল এলাকায় একটি যাত্রীবাহী বাসের চাপায় মোবারক আলী (৩৫) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ফেনীর মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক জাহাঙ্গীর আলম।

নিহত মোবারক স্থানীয় আল রাজী একাডেমির শিক্ষক।

পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, মোবারক আলী একটি হোটেল থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।