চুয়াডাঙ্গার হিজলগাড়ী ও বেগমপুর ফাঁড়ি পুলিশের পৃথক অভিযান
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী ও বেগমপুর ফাঁড়ি পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে। এ সময় আটক হওয়া দুজনের কাছ থেকে ৬২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে এঁেদর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে পৃথক মামলা করে থানা হেফাজতে সোপর্দ করা হয়। আটক হওয়া ব্যক্তিদের আজ আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। গতকাল বুধবার পৃথক সময়ে হিজলগাড়ী বাজার ও আকন্দবাড়িয়া আবাসন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মোয়াজ্জোম ওরফে মনজেল (৫৫) ও বাপ্পী দাশ (৩৪)।
পুলিশ জানায়, বেগমপুর ফাঁড়ির পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে আকন্দবাড়িয়া আবাসন এলাকায় একজন ব্যক্তি ফেনসিডিলসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বেগমপুর ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) রাজীব আলী সহযোগী ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার হরিশপুর গ্রামের মৃত কাশেক আলীর ছেলে মোয়াজ্জেম ওরফে মনজেলকে আটক করেন। এ সময় মনজেলের শরীর তল্লাশি করে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
অপর দিকে, হিজলগাড়ী ফাঁড়ি পুলিশ গোপন সূত্রে পাওয়া সংবাদ অনুযায়ী সন্দেহভাজন মুন্সিগঞ্জ জেলার লোহজং থানার ঝাউটিয়া গ্রামের মৃত হরিদাসের ছেলে বাপ্পী দাশকে আটক করে। এ সময় তাঁর শরীর তল্লাশি করে স্কুল ব্যাগের ভেতরে বিশেষ কায়দায় মোড়ানো ২২ বোতল ফেনসিডিল উদ্ধার করে অভিযানাকারী দল। পরে আটক বাপ্পীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করেন। একই সঙ্গে তাদের কাছ থেকে উদ্ধার হওয়া মাদকসহ তাঁদের থানা হেফাজতে সোপর্দ করেন। আটক দুজন ব্যক্তিদের আজ আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।