নিউজ ডেস্ক:
আসলে এবারের বিশ্বকাপে কারা সবচেয়ে দ্রুতগতিতে দৌড়েছেন? বিশ্বকাপ শেষ না হলেও এখন পর্যন্ত হিসাবে ২০ জনের তালিকা প্রকাশ করেছে ফিফা। তাদের মধ্যে অপেক্ষাকৃত ‘বুড়ো’ ক্রিস্টিয়ানো রোনালদো থাকলেও নেই তার চেয়ে ছোট লিওনেল মেসি। মোহাম্মদ সালাহ-সাদিও মানের মতো গতি তারকারা না থাকলেও আছেন দানি কারভাহালের মতো রাইটব্যাকরা।
কেমন গতিতে দৌড়েছেন তারা? জেনে নেওয়া যাক সে তথ্য।
১. ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল): ৩৪ কিলোমিটার ঘণ্টায়
২. আন্তে রেবিচ (ক্রোয়েশিয়া): ৩৪ কিমি ঘণ্টায়
৩. লুইস আদভিনসুলা (পেরু): ৩৩.৮ কিমি ঘণ্টায়
৪. সান্তিয়াগো আরিয়াস (কলম্বিয়া): ৩৩.৬ কিমি ঘণ্টায়
৫. কাইল ওয়াকার (ইংল্যান্ড): ৩৩.৫ কিমি ঘণ্টায়
৬. জেসে লিংগার্ড (ইংল্যান্ড): ৩৩.৫ কিমি ঘণ্টায়
৭. মাসিয়েজ রাইবাস (পোল্যান্ড): ৩৩.৩ কিমি ঘণ্টায়
৮. মারকিনহোস (ব্রাজিল): ৩৩.৩ কিমি ঘণ্টায়
৯. আলেক্সান্ডার গোলোভিন (রাশিয়া): ৩৩.৩ কিমি ঘণ্টায়
১০. দানি কারভাহাল (স্পেন): ৩৩.৩ কিমি ঘণ্টায়
১১. হিরভিং লোজানো (মেক্সিকো): ৩৩.৩ কিমি ঘণ্টায়
১২. হেচান হং (দক্ষিণ কোরিয়া): ৩৩.৩ কিমি ঘণ্টায়
১৩. রবি ক্রুজ (অস্ট্রেলিয়া): ৩৩.১ কিমি ঘণ্টায়
১৪. মার্কোস উরেনা (কোস্টারিকা): ৩৩.১ কিমি ঘণ্টায়
১৫. হুয়ান কুয়াদ্রাদো (কলম্বিয়া): ৩৩.১ কিমি ঘণ্টায়
১৬. ম্যাথু লেকি (অস্ট্রেলিয়া): ৩৩.১ কিমি ঘণ্টায়
১৭. রাহিম স্টারলিং (ইংল্যান্ড): ৩৩.১ কিমি ঘণ্টায়
১৮. বার্তোস বেরেসজিনস্কি (পোল্যান্ড): ৩৩.১ কিমি ঘণ্টায়
১৯. হোহান মজিসা (কলম্বিয়া): ৩৩.১ কিমি ঘণ্টায়
২০. মার্কোস রাশফোর্ড (ইংল্যান্ড): ৩৩.১ কিমি ঘণ্টায়
নকআউট পর্বে আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া ফ্রান্সের তরুণ তারুকা কিলিয়ান এমবাপ্পের বিদ্যুৎ গতির দৌড় সবাইকে অবাক করলেও এই তালিকায় জায়গা হয়নি তার। এমবাপ্পের সর্বোচ্চ গতি ছিল ৩২.৪ কিলোমিটার ঘণ্টায়। তবে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে খেলে এমবাপ্পে এই তালিকায় সর্বাগ্রে চলে আসবেন বলে প্রত্যাশা করা যেতেই পারে।