বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ফুটবলে নেইমারের শততম গোল !

নিউজ ডেস্ক:

নেইমার বার্সেলোনার হয়ে রবিবার তার শততম গোল করে ফেললেন। ম্যাচের অতিরিক্ত সময়ের এক মিনিটের মাথায় তিনি দলের চার নম্বর গোল করলেন। গ্রানাদাকে উড়িয়ে দিয়ে ২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের দু’পয়েন্ট পিছনে বার্সেলোনা। নেইমারের ১০০ গোল এলো ১৭৬ ম্যাচে। লিওনেল মেসির ১০০ গোল এসেছিল ১৮৮ ম্যাচে।

এ ব্যাপারে নেইমার জানান, শততম গোল করে আমি খুব খুশি। দলের সতীর্থদের গোলটা উৎসর্গ করলাম। তাদের সাহায্য ছাড়া এই কীর্তি করা সম্ভব হতো না। আমার একশোটা গোলের মধ্যে সেরা বেছে নেয়া কঠিন। প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। তবু সেরা গোল বেছে নিতে বললে, চার বছর আগে বার্সেলোনার হয়ে সুপারকাপে করা প্রথম গোলকেই আমি সেরা বলব।

Similar Articles

Advertismentspot_img

Most Popular