নিউজ ডেস্ক:
মিশরের প্রাক্তন জাতীয় ফুটবলার Mohamed Aboutrik এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে মুসলিম ব্রাদারহুড নামে দেশটির জঙ্গি সংগঠনকে অর্থ সাহায্যের। আর এমন অভিযোগের জেরে তাকে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। তবে এ অভিযোগের বিরুদ্ধে আইনি লড়াই চালাবেন তিনি। এ কথা বিবিসিকে জানিয়েছেন Mohamed Aboutrik-র আইনজীবী।
২০০৮ সালে আফ্রিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হওয়া Mohamed Aboutrik মিশরের সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে একজন বলে বিবেচিত হয়ে থাকেন। দেশের হয়েই অলিম্পিক খেলেছেন তিনি। মুসলিম ব্রাদারহুড সংগঠনটির বিরুদ্ধে মিশরের সরকার কঠোর অবস্থান নিয়েছে। অভিযোগ তীব্র রক্তাক্ত আন্দোলন ছড়িয়ে সরকার উৎখাতের পরিকল্পনা করেছিল এই সংগঠন।
হোসনি মুবারক মিশরের একনায়ক শাসক হিসেবে তিন দশক ধরে ক্ষমতায় ছিলেন। ২০১১ সালে তীব্র গণ আন্দোলনে তার পতন হয়। রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির মধ্যে ক্ষমতায় আসেন মহম্মদ মুরসি। পরে তাকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী। নতুন প্রেসিডেন্ট হন আল সিসি। বন্দি করা হয় মুসলিম ব্রাদারহুড নেতা মহম্মদ মুরসিকে। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর সেভেন।