ফি জমা হয়নি, তাই স্কুলে আটক শিক্ষার্থীরা !

0
30

নিউজ ডেস্ক:

যথা সময়ে ফি না দেওয়ায় ১৯ জন ছাত্র-ছাত্রীকে স্কুলের বার্ষিক পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। শুধু তাই নয়, এজন্য তাদের আটক করে রাখে স্কুল কর্তৃপক্ষ। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটেছে হায়দরাবাদের হায়াথনগরের সরিতা বিদ্যা নিকেতনে। আটক শিক্ষার্থীদের মধ্যে ৫ বছরের শিশুও রয়েছে। এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে জুভেনাইল জাস্টিস অ্যাক্ট অনুযায়ী মামলা দায়ের করেছে পুলিশ।

বেসরকারি স্কুলে মোটা অংকের ফি জমা দিতে একটু দেরি করে ফেলেছিলেন শিক্ষার্থীদের অভিভাবক। সেই অপরাধের ‘‌বদলা’‌ তাদের ছোট ছোট ছেলে–মেয়েদের ওপর দিয়ে নিল স্কুল কর্তৃপক্ষ। বাড়ির পরেই যে স্কুল শিক্ষার্থীদের কাছে সবচেয়ে আপন হয়, সেখানেই আতঙ্কের শিকার হল তারা।

ফি জমা দিতে আসা অন্য এক অভিভাবকের কাছ থেকে বিষয়টি জানতে পেরে স্কুলে ছুটে যান আটকে পড়া এক ছাত্রের বাবা। অন্য অভিভাবকদেরও তিনিই খবর দেন। খবর দেওয়া হয় পুলিশ এবং শিশু অধিকার রক্ষা কমিটির সদস্যদেরও। অভিভাবকদের কিছু না জানিয়ে এমন একটা পদক্ষেপ কী করে স্কুল করতে পারে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্র: আজকাল