ফিলিপাইনে সৈন্যদের সঙ্গে সংঘর্ষে ১৫ বিদ্রোহী নিহত !

0
14

নিউজ ডেস্ক:

ফিলিপাইনের মধ্যাঞ্চলে দেশটির সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৫ কমিউনিস্ট বিদ্রোহী নিহত ও অপর দুই জন আহত হয়েছে। বুধবার সেনাবাহিনী ও সাংবাদিকরা এ কথা জানিয়েছেন।
খবর সিনহুয়া’র।

এই ঘটনায় পাঁচ সৈন্যও আহত হয়েছে বলে সেনাবাহিনী দাবি করেছে।

স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে উভয়পক্ষের মধ্যে এ সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষে এক নারী বিদ্রোহী হাসপাতালে মারা গেছেন।

ফিলিপাইনের প্রেসিডেন্ট রড্রিগো দুতার্তে বিদ্রোহীদের সঙ্গে শান্তি আলোচনা ভেঙে দেয়ার কয়েকদিন পর উভয়পক্ষের মধ্যে এই সংঘর্ষ ঘটলো।