বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

পড়াশোনা শেষ করেননি, আফশোস কারিনার!

নিউজ ডেস্ক:

কম বয়সে পড়াশোনা ছেড়েছিলেন। কিন্তু এখন আফশোস হয় কারিনা কাপুরের।

কারণ সাইফের পরিবার। না, কম পড়াশোনা নিয়ে কথা শুনতে হয়, বিষয়টি এমন নয়। তবে সমস্যা হলো, সইফের পরিবার ও বন্ধুরা এতটাই পড়াশোনা জানা যে নিজের দিকে তাকিয়ে কিছুটা মন খারাপই হয় কারিনার।

২০ বছর বয়সে প্রথম ছবি রিফিউজিতে কাজ করার সময়েই কলেজ ছেড়ে ছিলেন কারিনা। তখন বয়স ছিল মাত্র ২০। তারপর থেকে আর কলেজে জাননি তিনি। এতদিনে সেই সিদ্ধান্তের জন্য নিজেকেই কিছুটা দোষ দিচ্ছেন তিনি।

কারিনা কাপুর বলছেন, আমি এমন এক পরিবারে বড় হয়েছি, সেখানে সিনেমাটাই ছিল সব। উঠতে বসতে, সব সময় শুধু সিনেমা। কিন্তু সাইফের সঙ্গে থেকেই বুঝলাম, পড়াশোনাটাও অনেক বড় ব্যপার। এখন সারা পৃথিবীর নানা লোকের সঙ্গে যখন দেখা হচ্ছে, আলোচনা হচ্ছে, তখন মনে হচ্ছে পড়াশোনাটা চালিয়ে নিয়ে গেলেই ভাল হতো।

কয়েকদিন পরেই মা হবেন কারিনা। তিনি বললেন, সাইফ নিজের সন্তানের পড়াশোনার বিষয়টি নিয়ে খুবই সিরিয়াস। ছেলে-মেয়ে যাতে যথেষ্ট পড়াশোনা করে, নির্দিষ্ট সময় পর্যন্ত শিক্ষা শেষ করে, সেই দিকে সব সময় খেয়াল থাকে তাঁর। সাইফ তার সন্তানের ক্ষেত্রেও সেই নিয়মটা পাল্টাবে না।

Similar Articles

Advertismentspot_img

Most Popular