শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

প্রেমিকের কাছে প্রতারিত হয়ে রাস্তায় সন্তানের জন্ম দিলেন তরুণী !

নিউজ ডেস্ক:

প্রেমে প্রত্যাখ্যাত হওয়ার পর বিতাড়িত হয়েছিল পরিবার থেকেও। পথেই সন্তানের জন্ম দিলেন সপ্তদশী তরুণী।
ঘটনা ভারতের ঝাড়খণ্ডের সরাইকেলা-খারসাওয়ান জেলার।

গ্রামের এক যুবকের সঙ্গে সম্পর্কের জেরে গর্ভবতী হয়ে পড়ে ওই তরুণী। এরপরই তাকে পরিত্যাগ করে প্রেমিক। লোকলজ্জায় মেয়েকে বাড়ি থেকে বার করে দেয় পরিবারও। এরপর রাস্তাতেই ঠাঁই হয় তার। গত ২১ অগাস্ট প্রসববেদনা শুরু হয় তরুণীর। হাসপাতালে নিয়ে গেলে তাকে ফিরিয়ে দেন সেখানকার কর্মীরা। পরদিন সকাল ৫টায় একরকম বাধ্য হয়ে রাস্তাতেই সন্তানের জন্ম দেয় সে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রসবের বেশ কিছুক্ষণ পরও রক্ষ মাখা অবস্থায় রাস্তায় পড়ে ছিল মা ও সন্তান। তখনও কাটা হয়নি নাড়ি। দুজনকে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে চার দিক থেকে ইঁট দিয়ে ঘিরে দেন একজন।

হাসপাতালের সামনেই এই কাণ্ড ঘটলেও চিকিৎসকরা জানিয়ে দেন, অভিভাবক না থাকায় ভর্তি নেওয়া যাবে না ওই মহিলাকে। এরপর স্থানীয়রা হাসপাতালে গিয়ে আর্জি জানালে ওই তরুণীকে ভর্তি নেওয়া হয়। নিজেরে ভুল স্বীকার করেছেন নার্সরা।

Similar Articles

Advertismentspot_img

Most Popular