বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

প্রিয়াঙ্কা চোপড়া, দিশা পাটানির পড় এবার সাললুর চোখ রিয়া উপর !

নিউজ ডেস্ক:

বলিউডের নতুন মুখদের সব সময় ইন্ডাস্ট্রিতে জায়গা করে দিয়েছেন সালমান খান। সে ডেইজি শাহ হোক কিংবা জারিন খান কিংবা ক্যাটরিনা কাইফ। বলিউডের সম্ভাবনাময় নায়িকাদের পাশে থেকে তাদের সুপ্রতিষ্ঠিত করতে সালমান খানের জুড়ি মেলা ভার। আর এবারও সেই ইঙ্গিতই পাওয়া যাচ্ছে ‘ভাইজান’-থেকে। কেন জানেন?

একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সালমান খানের বিপরীতে এবার দেখা যাবে রিয়া চক্রবর্তীকে। সারা আলি খানের ‘বেস্ট ফ্রেন্ড’ হিসেবে পরিচিত রিয়া নাকি এবার সালমানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। যদিও, এ বিষয়ে বলিউড ‘ভাইজান’ নিজে কিছু জানাননি।

প্রিয়াঙ্কা চোপড়া, দিশা পাটানির পর এবার রিয়া চক্রবর্তীকেও দেখা যেতে পারে সালমান খানের এই সিনেমায়। পাশাপাশি আরও শোনা যাচ্ছে, সালমান খানের এই সিনেমায় নাকি ক্যাটরিনা কাইফকেও দেখা যেতে পারে।

প্রসঙ্গত, সালমান খানের ভগ্নিপত অর্থাৎ আলভিরা খানের স্বামী অতুন অগ্নিহোত্রী নাকি সিনেমাটির প্রযোজক।

Similar Articles

Advertismentspot_img

Most Popular