বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

প্রায় ৮৮ লাখ টাকার সোনার গয়না উদ্ধার

জীবননগরে বিজিবির চোরাচালানবিরোধী অভিযান
নিউজ ডেস্ক:জীবননগরে চোরাচালানবিরোধী অভিযানে সোনার গয়না উদ্ধার করেছে বিজিবি। গতকাল সোমবার খালিশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ নতুনপাড়া বিওপির টহল দল এ সোনার গয়না উদ্ধার করে। জানা যায়, গতকাল সোমবার তারা গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে জীবননগর উপজেলার মেইন পিলার ৬৭ হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া-নতুনপাড়া স্কুলের সামনে দিয়ে বাইসাইকেলযোগে ভারত হতে বাংলাদেশে আসার সময় এক চোরাকারবারিকে ধাওয়া করে। এ সময় বিজিবির সদস্যদের দেখে চোরাকারবারি বাইসাইকেলটি ফেলে দ্রুত পালিয়ে যান। পরবর্তী সময়ে বিজিবির টহল দল বাইসাইকেলে রাখা ব্যাগটি তল্লাশি করে সোনার তৈরি হার ১৫টি, ঝুমকা ২৩ জোড়া, নেট চেইন ৫টি, আংটি ৭৮টি, মঙ্গলসূত্র ৩টি, লকেট ২৮টি, চুড় ৪টি, ব্রেসলেট ৬টি, ছোট পাশা ৫ জোড়া, কানের দুল ৫৫ জোড়া ১ পিসসহ সর্বমোট ১ কেজি ৮২০ গ্রাম সোনার গয়না উদ্ধার করে। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজার মূল্য ৮৭ লাখ ৮৫ হাজার ৬৫৮ টাকা। উদ্ধার হওয়া সোনার গয়না চুয়াডাঙ্গা জেলার ট্রেজারি অফিসে জমা করা হয়েছে। এ ঘটনায় পালিয়ে যাওয়া ব্যক্তিকে অজ্ঞাতনামা আসামি করে তাঁর বিরুদ্ধে জীবননগর থানায় মামলা করা হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular