বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

প্রায় ৬৩ লাখ টাকার ভারতীয় স্বর্ণালঙ্কার উদ্ধার

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শিংনগর গ্রাম থেকে ১ কেজি ২১০ গ্রাম ওজনের ভারতীয় অবৈধ স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে বিজিবি। গতকাল সোমবার বেলা সোয়া ৩টার দিকে এ অবৈধ স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয় বলে বিজিবির পক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, রাজাপুর বিওপির একদল বিজিবি সদস্য গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারত সীমান্তের ৭৩/৩-এস খুঁটি হতে বাংলাদেশের অভ্যন্তরে শিংনগর গ্রামের হালদারপাড়ায় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে ঢোকার পর বিজিবি সদস্যরা চোরাকারবারিকে ধাওয়া করে। এ সময় ওই চোরাকারবারি তার মাথায় থাকা বস্তাটি ফেলে পালিয়ে যায়। ওই বস্তাটি খোলার পর সেখানে খাকি কাগজে মোড়ানো অবৈধ স্বর্ণালঙ্কারের সন্ধান মেলে। এসব অলঙ্কারের মধ্যে রয়েছে ৭৮টি আংটি, ৬২ জোড়া কানের দুল, ৪০ জোড়া পাশা, ২১ জোড়া ঝুমকো, ৬টি ব্যাসলেট ও ৩টি হার। এ উদ্ধার করা স্বর্ণালংকারের বাজার মূল্য ৬২ লাখ ২৮ হাজার ৭৫০ টাকা। উদ্ধার করা স্বর্ণালংকার চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা করা হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular