প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান !

0
32

নিউজ ডেস্ক:

দেশের সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এই অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং বাংলাদেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বাছাইকৃত ২০০ শিল্পীর অংশগ্রহণে ২০টি অডিও অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইব্রাহীম খান। এতে সভাপতিত্ব করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি।

একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে গতকাল শনিবার দুপুর আড়াইটায় পিয়ানো ও সারদ বাদনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে। এই পর্বের পর বিকাল ৪টা ১০ মিনিটে অ্যালবামের মোড়ক উন্মোচন এবং পুরস্কার বিতরণীর মাধ্যমে দ্বিতীয় পর্বের সমাপ্তি ঘটে। প্রত্যেক শাখায় প্রথম স্থান অর্জনকারীর জন্য স্বর্ণ পদক, দ্বিতীয় স্থান অর্জনকারীর জন্য রৌপ্য পদক এবং তৃতীয় স্থান অর্জনকারীর জন্য ব্রোঞ্জ পদক প্রদান করা হয়। এ ছাড়া দেওয়া হয় একটি করে সনদপত্র।

এরপর বিকাল ৫টায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশগ্রহণ করেন বিভিন্ন বিভাগের পুরস্কারপ্রাপ্তরা। সবশেষে সন্ধ্যা ৭টায় নৃত্য সৃজনের শিল্পীবৃন্দের অংশগ্রহণে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘সৃজনে ছন্দে, আনন্দে’র মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।