প্রাক্তন প্রেমিকের বর্তমান প্রেমিকাকে খুন !

0
28

নিউজ ডেস্ক:

এক সময় হাতে হাত ধরেছে কেটেছে অনেক সময়। সমুদ্র সৈকতে কেটেছে উন্মাদ মুহূর্ত। আজ সেই সবই অতীত। প্রেমিক প্রাক্তন হয়ে গেছে। তার সঙ্গে এখন অন্য নারীর ঘনিষ্ঠতা। বিষয়টিকে কিছুতেই মেনে নিতে পারছিলেন না ২৩ বছরের মেলিসা পেসটিসি। অবশেষে ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেলেন। সাত-পাঁচ না ভেবে প্রাক্তন প্রেমিকের বর্তমান প্রেমিকা সোফি টেলরকে গাড়ি দিয়ে দেয়ালের সঙ্গে পিষে দেন।

এই ঘটনার ঠিক আগে মেলিসা তার প্রাক্তন প্রেমিক মাইকেল উইলারের বোনকে একটি মেসেজ পাঠায়। সেই মেসেজে লেখা ছিল যে, আমি ওকে খুঁজে বের করব ও খুন করব।

গত বছর জুলাইতে মেলিসার সঙ্গে উইলারের বিচ্ছেদ হয়ে যায়। তখন থেকেই সোফির সঙ্গে সম্পর্কে যায় উইলার। আর সেই রাগেই খুন করে বসেন সোফিকে।

মেলিসার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তদন্ত চালাচ্ছে। যদিও মেলিসা এখনও খুনের দায় স্বীকার করেনি।