এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- প্রস্তাবিত বাজেটে উন্নয়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে এ আতংকে আবল তাবোল বকছে বিএনপি।
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি রোববার দিনাজপুরে বিশ^ব্যাংকের অর্থায়নে দিনাজপুর শহরের নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড হতে ফরিদপুর গোরস্থান মোড় পর্যন্ত রাস্তা পুনর্নিমান কাজের উদ্বোধন ও এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির পৃথক পৃথক অনুষ্ঠানে এ সব কথা বলেন।
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি কথায় নয় আওয়ামী লীগ কাজে বিশ্বাসী উল্লেখ করে বলেছেন, ক্ষমতার আসার একদিন পর থেকেই প্রধানমন্ত্রীর শেখ হাসিনার চিন্তা চেতনায় উন্নয়ন ছাড়া আর কিছু নেই। ফলে বাংলাদেশের এম কোন গ্রাম নেই যে গ্রামে বিদ্যুৎ সংযোগ নেই, রাস্তাঘাটের উন্নয়ন হয়নি, পড়ালেখার জন্য স্কুল কলেজ এবং কলকারখানা উন্নয়ন হয়নি। বাংলাদেশ গরিব এই কলংকিত নামটি লিপিবদ্ধ করেছিল বিএনপি জামায়াত। বাংলাদেশ এখন আর গরিব দেশ নয়। উন্নয়নের সড়কে হাটছে। নিজেদের টাকা দিয়ে পদ্ধা সেতুসহ উন্নয়নের কার্যক্রম প্রায় শেষ প্রান্তে। আওয়ামী লীগ এবার ক্ষমতায় আসলে অবশিষ্ট কাজ সম্পূর্ণ করে বাংলাদেশকে বিশ্বে উন্নত দেশ হিসেবে পরিচিত করে বিএনপি জামায়াতের দেয়া উপহার কলংকিত নামটি চিরদিনের জন্য মুছে ফেলবে আওয়ামী লীগ। এ প্রতিশ্রুতি দিয়েই বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট প্রনয়ণ করা হয়েছে। এ বাজেটে জনগনের ভাগ্যের পরিবর্তন ও দেশের উন্নয়ন নিশ্চিত এ আতংকে বিএনপি আবল তাবোল বকছে। আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে জনগন প্রমাণ করবে বিএনপি জনবিচ্ছিন্ন সন্ত্রাসী একটি দল।
এসময় দিনাজপুর জেলা পুলিশ সুপার মোঃ হামিদুল আলম, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ সারোয়ার জাহান, কলেজের অধ্যক্ষ ডাঃ কামরুল আহসান, প্রেসক্লাবের সভাপতি স্বরুপ কুমার বক্সী বাচ্চু, বিএমএর সাধারন সম্পাদক ডাঃ বি কে বোস, শহর আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, কোতয়ালী আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, নির্বাহী প্রকৌশলী মো. ফজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।