নিউজ ডেস্ক:
প্রযুক্তির এই প্রতিযোগিতায় ক্রমশই আকর্ষণ হারাচ্ছে ট্যাবলেট কম্পিউটার (ট্যাব)। সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক বাজার গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদনে জানা যায়, বিশ্বের কয়েকটি বড় ট্যাব নির্মাতা প্রতিষ্ঠানের বিক্রি কমে গেছে। ফলে বাজারে আসার হার এ বছর সাড়ে ৮ শতাংশ কমেছে। জানিয়েছে, ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশন (আইডিসি)।
এ ব্যাপারে বিশ্বজুড়ে আইডিসির মোবাইল ডিভাইস বিশ্লেষণ প্রোগামের ভাইস প্রেসিডেন্ট রায়ান রেইথ বলেছেন, অরিজিনাল আইপিপ্যাড আসার পর ২০১০ সালে যে ট্যাবলেট বাজার তৈরি হয়েছিল তা আগের মতো নেই। এছাড়া আইডিসির ডিভাইস অ্যান্ড ডিসপ্লে বিভাগের বিশ্লেষক লিন হুয়াং বলেন, বিশ্বজুড়ে কম্পিউটার বাজারের জন্য বিষয়টি দীর্ঘমেয়াদী হুমকিতে দাঁড়িয়েছে। জানা যায়, এ বছরের প্রথম প্রান্তিকে ট্যাব বিক্রি ১০ শতাংশ পর্যন্ত কমেছে। এ নিয়ে টানা ১০ প্রান্তিকজুড়ে ট্যাব বিক্রি কমার ধারা অব্যাহত রয়েছে। আর গত ৫ প্রান্তিকের সব ধস দুই অংকের বেশি ছিল।
আইডিসির ওই রিপোর্টে বিশ্বের সেরা পাঁচটি ট্যাব নির্মাতা প্রতিষ্ঠানের বাজার পর্যবেক্ষেণ করা হয়েছে। এতে ২৪ দশমিক ৬ শতাংশ দখল করে শীর্ষে রয়েছে আমেরিকা ভিত্তিক প্রতিষ্ঠান অ্যাপল। অবশ্য প্রথম প্রান্তিকে অ্যাপলের ১৩ শতাংশ পর্যন্ত বিক্রি কমতে দেখা গেছে।
বাজারের সাড়ে ১৬ শতাংশ দখল করে দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। তাদের ট্যাব বিক্রি কমেছে ১ দশমিক ১ শতাংশ।
এদিকে, তৃতীয় স্থানে থাকা হুয়াওয়ের ব্যবসা সফল। ৩১ দশমিক ৭ শতাংশ বিক্রি বেড়েছে চীনা এ প্রতিষ্ঠানটির। অন্যদিকে, ট্যাবলেট বিক্রি কমে চতুর্থ স্থানে আছে আমাজন। ১ দশমিক ৮ শতাংশ বিক্রি কমে বর্তমান বাজারের ৬ শতাংশ দখল করেছে আমাজন।
তবে, প্রশ্ন এখন একটাই! ট্যাবের পরিবর্তে কি অন্য কোনো ডিভাইস চাইছেন ক্রেতারা?