নিউজ ডেস্ক:
প্রশান্ত মহাসাগরে সফলভাবে বিতর্কিত থাড মিসাইল পরীক্ষা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী৷ সূত্রের খবর, বেশকিছু মাস আগেই এই মিসাইলটি পরীক্ষা করতে চেয়েছিল আমেরিকা৷ কিন্তু উত্তর কোরিয়ার সঙ্গে উত্তপ্ত পরিস্থিতিতে থাড বা থার্মাল হাই অ্যাটিটিউড এরিয়া ডিফেন্স মিসাইল পরীক্ষা করতে চায়নি তারা৷ কিন্তু প্রশ্ন উঠছে এখনও তো উত্তর কোরিয়ার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের রেশ চলছে, তবে এখন কেন থাডের মতো শক্তিশালী মিসাইল পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন৷
এক্ষেত্রে আন্তর্জাতিক কূটনীতিকদের যুক্তি, গত ৪ জুলাই সফলভাবে প্রথমবার ইন্টার-কন্টিনেন্টাল ব্যালেস্টিক মিসাইল (আইসিবিএম) পরীক্ষা করেছে কিমের দেশ৷ তাদের দাবি এর মাধ্যমে বিশ্বের যেকোনো স্থানে হামলা চালাতে সক্ষম উত্তর কোরিয়া৷ ফলে কিমকে কড়া বার্তা দিতেই আমেরিকার তড়িঘড়ি থাড মিসাইল পরীক্ষা বলে মনে করা হচ্ছে৷ যা আরও স্পষ্ট হয়েছে মার্কিন মিসাইল ডিফেন্স এজেন্সির বিবৃতিতে৷
সংবাদ সংস্থা সূত্রে খবর, আলাস্কার কাছে কোডিয়াক থেকে নিক্ষেপ করা হয়েছিল মিসাইলটি৷ ২০১৭-র অক্টোবর থেকে ২০১৮-র সেপ্টেম্বরের মধ্যে প্রায় ৫০টি থাড সিস্টেম ইন্সটল করার পরিকল্পনা নিয়েছে মার্কিন প্রশাসন৷