বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

প্রযোজকের যৌন হয়রানির শিকার অ্যাঞ্জেলিনা জোলিও !

নিউজ ডেস্ক:

হলিউডের হার্টথ্রুব অভিনেত্রীদের একজন অ্যাঞ্জেলিনা জোলি। এবার মার্কিন চলচ্চিত্র প্রযোজক হার্ভে উইনস্টেইনের বিরুদ্ধে যৌন হয়রানি নিয়ে মুখ খুলেছেন এ অভিনেত্রী।
তার সঙ্গে মুখ খুলেছেন আরেক অভিনেত্রী গিনেথ প্যালট্রোও।

তাদের দাবি তারা এ নির্মাতার যৌন হয়রানির শিকার হয়েছেন। তারা দুজনই নিউ ইয়র্ক টাইমসে তাদের বিবৃতি পাঠান।

একটি ই-মেইলে পাঠানো বিবৃতিতে জোলি বলেন, ‘উঠতি বয়সে হার্ভে উইনস্টেইনের সঙ্গে আমার খুব খারাপ অভিজ্ঞতা রয়েছে। এর ফলে আমি তার সঙ্গে আর কখনো কাজ করিনি এবং অন্যদেরকেও সতর্ক করেছি। যে কোনো ক্ষেত্রে, যে কোনো দেশে নারীদের প্রতি এ ধরনের আচরণ মেনে নেয়া যায় না। ’

প্যালট্রো তার বিবৃতিতে জানান, এমা সিনেমায় তাকে কেন্দ্রীয় চরিত্রে নেয়ার পর হার্ভে তাকে তার হোটেলে ডাকেন, যেখানে এ নির্মাতা তার শরীর স্পর্শ করেন এবং অনৈতিক কাজের ইঙ্গিত দেন।

এ অভিনেত্রী বলেন, আমি ছোট ছিলাম, সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলাম, আমি খুবই ভয় পেয়েছিলাম যেন নড়তে পারছিলাম না।

Similar Articles

Advertismentspot_img

Most Popular